শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। আজ সোমবার (৩ জানুয়ারী) দুপুরে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট প্রাঙ্গনে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্টের সাবেক বোর্ড সদস্য, অন্যতম নির্বাহী সদস্য ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী এ্যাডভোকেট শাহ আলম, কার্যনির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ, এম. এন. খালেদ রবি, নুরুল হুদা আলম, রফিকুল ইসলাম সুমন, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ। কার্যক্রমে ৫ শতাধিক শীতার্তরা কম্বল পাবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট।