পিরোজপুর জেলা ফুটবল ফেডারশনের আয়োজনে জাতীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম। টূর্ণামেন্টে পিরোজপুর জেলা দল ২-১ গোলে বরিশাল জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।