জামাল ভূঁইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে আজ (বৃহস্পতিবার) অভিষিক্ত হচ্ছেন তারিক কাজী। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীকে আজ দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম একাদশেই রেখেছেন কোচ জেমি ডে। ২০১৩ সালে কাঠমান্ডু সাফে কোচ ডি ক্রুইফের অধীনে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। জামাল তার উত্তরসূরি খুঁজে পেলেন আট বছর পর।
ইনজুরি, করোনা জর্জরিত থাকায় একাদশ গড়তে হিমশিমই খেতে হয়েছে কোচ জেমি ডেকে। রাইট ব্যাকে খেলবেন অভিষিক্ত তারিক কাজী। সেন্ট্রাল ডিফেন্সে তপু বর্মণ ও রিয়াদুল হাসান রাফি। লেফট ব্যাকে রহমত মিয়ার উপর ভরসা রেখেছেন কোচ।
মিডফিল্ড অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ডিফেন্সিভ হিসেবে থাকবেন মাসুক মিয়া জনি। তাদের দুই জনের একটু উপর খেলবেন আবাহনীর অধিনায়ক সোহেল রানা।
দুই উইংয়ে বিপলু ও রাকিব হোসেন। লোন স্ট্রাইকার হিসেবে খেলবেন মতিন মিয়া। কোচ জেমি ৪-২-৩-১ ফরমেশনে শুরু করবেন আফগানদের বিরুদ্ধে। জেমির এই কৌশল কতটুকু কার্যকর হয় এর উত্তর সময় বলবে।
আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ-
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, সোহেল রানা, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও মতিন মিয়া।